srkabatanagar.org

Vivekananda Boys Home

Organized by Sri Ramakrishna Ashram (Batanagar)

From this academic year (2025-26) Vivekananda Boys Home, a hostel facility within ashram campus, is resuming in a new form with the capacity of forty (40) boys, who are studying in different colleges/ universities in Kolkata from remote districts of West Bengal. Priority will be given to poor but meritorious students who seek calm ambience to study. There are many communication facilities between Kolkata and this Ashram.

নিয়মাবলী

  1. বিবেকানন্দ বয়েজ হোম ছাত্রদের প্রাচীনকালের আশ্রম-জীবনযাপনের আধুনিক সংস্করণ।
  2. আশ্রমের নিজস্ব কোন শিক্ষাপ্রতিষ্ঠান নাই; আবেদনকারী ছাত্র মনোনীত হইলে আশ্রমের ছাত্রাবাসে থাকিয়া উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করিতে পারিবে।
  3. কলেজে ভর্তির ব্যবস্থা ছাত্রের অভিভাবককেই করিতে হইবে।
  4. বর্তমান শিক্ষাবর্ষের (স্নাতক/ স্নাতকোত্তর) ছাত্ররাই কেবলমাত্র আবেদন করিতে পারিবে।
  5. এই আশ্রমে অবস্থানকালে সকল ছাত্রকেই এখানকার অভিভাবকতায় থাকিতে হয় এবং এই আশ্রমে যে সকল বিশেষ শিক্ষার (শারীরিক, মানসিক ও নৈতিক) ব্যবস্থা আছে তাহা গ্রহণ করিতে হয়।
  6. আহার ও বাসস্থান সম্বন্ধে সকল বিদ্যার্থীকেই এখানকার ব্যবস্থানুযায়ী চলিতে হয়। অসুস্থ হইলে আশ্রমের সাথে সংশ্লিষ্ট চিকিৎসকের নির্দেশ অনুযায়ী বিশেষ ব্যবস্থা করা হয়।
  7. আশ্রমের নিয়মানুসারে অনুমতিসাপেক্ষে মোবাইল ফোন ব্যবহার করা যাবে।
  8. শিক্ষাপ্রতিষ্ঠানের সময় ব্যতীত অন্যসময়ে আশ্রমের বাহিরে যাইতে হইলে আশ্রম কর্তৃপক্ষের অনুমতি লইতে হইবে।
  9. বয়েজ হোমের সকল ছাত্রকেই তাহাদের সর্বাঙ্গীন উন্নতির জন্য পূজা ও গ্রীষ্মের ছুটির কিয়দংশ এই আশ্রমেই কাটাইতে হয়।
  10. পূজা ও গ্রীষ্মের ছুটি ব্যতীত অপর সময়ে আশ্রম হইতে অনুপস্থিত হইতে হইলে অভিভাবকের অনুমতি আবশ্যক।
  11. মনোনীত ছাত্রকে ভর্তির পর নিম্নলিখিত দ্রব্যসকল অবশ্যই আনিতে হইবেঃ

Original মার্কসীট, অ্যাডমিট কার্ড, সমস্ত সার্টিফিকেট ইত্যাদি, ধুতি, উত্তরীয়, সাদা পাঞ্জাবী ও নিজের নিত্য প্রয়োজনীয় অন্যান্য জিনিষপত্র।

  1. বয়েজ হোমে ভর্তি হইবার পরে কোন ছাত্রের লিখিত বিবরণের কোন অংশ মিথ্যা প্রমাণিত হয় তাহা হইলে ঐ ছাত্রকে অবিলম্বে আশ্রম ত্যাগ করিতে হইবে।
  2. মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রতি মাসের মাসিক চার্জ জমা দিতে হয়।
  3. এখানে দরিদ্র অথচ মেধাবী আবাসিক ছাত্রদের জন্য যথাসাধ্য আর্থিক সাহায্যের ব্যবস্থা আছে।

Click the button below to download the application form.

Hostel Builing

Kitchen and Dining area